মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট প্রার্থী খন্দকার আব্দুর রাকিব রোববার (২৭ জানুয়ারি) বিকেলে মান্দা সদর ইউনিয়নের পীরপালী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভা করেছেন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। এ দেশে আর কোনো বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের স্থান থাকবে না। আমি মান্দার সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন নিশ্চিত করতে আজীবন সংগ্রাম চালিয়ে যাব।”
জনসভায় অন্যান্য বক্তারাও এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।

