ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইকরি ইউনিয়নের ৫ বছরের শিশু মোঃ রাইয়ান মল্লিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের ভেতর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।
নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। স্থানীয় আফছারিয়া নূরানী কিণ্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করত। পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যা করে লাশ খড়ের মধ্যে লুকিয়ে রেখেছে।
পুলিশ ও ডিবি পুলিশের অনুসন্ধান শুরু হওয়ার আগে গত শনিবার শিশুটি সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খড়ের গাদার ভেতর থেকে লাশ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত শিশুর মা তন্নী আক্তার হত্যার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.