Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শার উলাশীতে বিএনপির উঠান বৈঠক, জনসমাগমে উৎসবমুখর পরিবেশ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে উলাশী সরদারপাড়া ও উলাশী পূর্বপাড়া কালী মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে রামপুরের গুলদারপাড়ায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে আয়োজিত বৈঠকগুলো একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ নুরুজ্জামান লিটন ভাই এই এলাকার কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা আমাদের জানা আছে। প্রবীণদের সম্মান, নারীদের নিরাপত্তা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের রাজনীতি।

বৈঠকে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও নারী ভোটাররা রাস্তাঘাট, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ সময় বিএনপির সংসদ সদস্য প্রার্থীর পক্ষে উপস্থিত নেতারা এসব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।