দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন, যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি র্যলি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মেলায় মোট ১৬টি স্টলে কীটনাশক ব্যবহার, সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সমন্বিত কৃষি প্রযুক্তিসহ আধুনিক কৃষির বিভিন্ন উপাদান প্রর্শন করা হচ্ছে।
কৃষকদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই এ মেলার মূল লক্ষ্য বলে তারা উল্লেখ করেন। ৩ দিনের এ মেলায় বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা সফল কৃষি উদ্যোক্তারাও মেলায় অংশ নিয়েছেন।
মেলা আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.