ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের মতো ভাণ্ডারিয়াতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি)রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামের বটতলা মল্লিক বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা পালিয়ে যায়।
অভিযানকালে একটি দেশীয় অস্ত্র, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গাঁজা প্রস্তুত ও সংরক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি হরিণের শিং উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোস্তাক ফাহাদ জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে অভিযানের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকলে ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.