সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। এ লক্ষ্যে তিনি একটি মেগা প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।
সোমবার (২৮ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “নদীর একূল ভাঙে, ওকূল গড়ে—এই তো নদীর খেলা রে”—এই গানের বাস্তবতাকে পেছনে ফেলে আধুনিক ও পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ–মুলাদীকে স্থায়ীভাবে নদীভাঙন থেকে রক্ষা করা হবে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, দলীয় নেতাকর্মী কিংবা ঠিকাদারের কোনো ধরনের দুর্নীতি ও চুরি কখনোই বরদাশত করা হবে না। সঠিক তদারকির মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তোলা হবে এবং জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষের কল্যাণে তিনি যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে রেখেছেন, তা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নারীদের আর ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে ফ্যামিলি কাজ সরবরাহ করা হবে, যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি পুরুষদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
যোগাযোগ ব্যবস্থার চরম অবনতির কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে বাবুগঞ্জ–মুলাদীর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচিত হলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে।
তিনি বাবুগঞ্জ বাজারের বেহাল দশার উদাহরণ টেনে বলেন, ইতিমধ্যে বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগের মাধ্যমে কুশল বিনিময় করেছেন।
ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে বাবুগঞ্জ বাজারকে একটি আধুনিক ও মানসম্পন্ন বাজারে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন তিনি।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বিএনপি নেতা জামাল হোসেন পুতুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.