মৌলভীবাজার প্রতিনিধি
অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাংলিয়া ছড়া ও উদনা ছড়ার বিভিন্ন স্থানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর প্রসিকিউশন টিম ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় অবৈধভাবে উত্তোলিত ও মজুত করা ৩,৪২০ (তিন হাজার চারশত বিশ) ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সিলিকা বালু সংশ্লিষ্ট এলাকার স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত সিলিকা বালু প্রচলিত বিধি-বিধান অনুযায়ী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।
এ বিষয়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো জানায়, প্রাকৃতিক পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সিলিকা বালুর অবৈধ উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

