Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশকে গড়তে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দেশকে গড়ে তুলতে হলে সঠিক ও যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে গাজীপুরের মানুষের বড় ভূমিকা রয়েছে।

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায় ঘটেছে, এবার সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের।

মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৬টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক ব্যস্ততার কারণে তিনি রাত ১১টা ৪৫ মিনিটে মঞ্চে পৌঁছান এবং রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত ১৪ মিনিট বক্তব্য দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. যোবায়দা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তব্যের শুরুতে তিনি গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনিকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তারেক রহমান বলেন, এ দেশের মানুষের জন্য বাস্তব ও দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বিএনপিই করেছে। গাজীপুরকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস শিল্পে যে বিপুলসংখ্যক নারী-পুরুষ কাজ করছেন, সেই শিল্পের ভিত্তি গড়ে তুলেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপি।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গাজীপুরে আরও বহুমুখী শিল্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গাজীপুর নগরীর রাজবাড়ী রোডের রেলক্রসিংয়ে একটি ওভারব্রিজ নির্মাণ করে বিআরটি প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি কমবে।

পাশাপাশি গাজীপুরের খালগুলো পুনঃখনন ও দূষণমুক্ত করা হবে, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা এবং হেলথ কার্ড চালু করা হবে।

তিনি আরও বলেন, দেশ গড়ার দায়িত্ব শুধু রাজনৈতিক নেতাদের নয়, ভোটারদেরও। সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত না করলে দেশ এগোবে না। হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে তারেক রহমান গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, গাজীপুর রাজবাড়ীতে তিনি বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে বসবাস করেছেন এবং রাজবাড়ী মাঠের সঙ্গে তার শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে। শৈশবের একটি বড় সময় তিনি গাজীপুরে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গাজীপুরের মানুষের কাছে তার বিশেষ দায়িত্ববোধ রয়েছে এবং তিনি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের প্রার্থী ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-১ আসনের প্রার্থী মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনি সহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।