মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে চাষের জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে,২৬ তারিখ সোমবার ২ টার দিকে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে কালামের ছেলে কনকের শিহাবের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে গ্রামের মানুষ নিয়ন্ত্রণ করে। পরে মিমাংসা করে দেওয়ার আশ্বাস দেন।
কিন্তু পরবর্তীতে এরই জেরে ২৭ তারিখ সকাল দশটায় ইটাউতা গ্রামেন সিরাজের ছেলে সআলমগীর আবুল কাশেমের ছেলে শান্তিকে মারধর শুরু করে, পরে আবুল লায়েছ অতর্কিত হামলা করে আবুল কাসেমকে মারধর করে। এ সময় রানা,শাকিল আর বাবু তারাও এসে কাসেম গংদের মারধর করে।
বর্তমানে শান্তি গুরুতর আহত আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবুল কাশেম কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিরাপত্তাহীনতায় বাড়িতে অবস্থান করছেন।
উল্লেখ্য, আহতরা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের ছেলে ও নাতি। তাদেরকে আলমগীর গংরা আবদুল মজিদ তালুকদারের সমাধির পাশে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে মারধর করে।
এ বিষয়ে শিল্পী আবু বাশার তালুকদার বলেন,
হামলাকারীরা আব্দুল মজিদ তালুকদারের সমাধির পাশের বাড়িতে অনধিকার প্রবেশ করে মারধর চালায়। “আমার ভাই ও ভাতিজাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। ভাতিজার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বিষয়টি আমি মৌখিকভাবে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি। চিকিৎসা শেষে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
তিনি দেশবাসীসহ নেত্রকোনা জেলা ও কেন্দুয়া উপজেলার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

