মুন্সীগঞ্জ প্রতিনিধি
অজ্ঞানপার্টি চক্রের মূল হোতা মো: মাসুম হোসেনকে (৩৭) স্বর্ণের লকেট, বিদেশী মুদ্রা ও ১ টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ শে) জানুয়ারি) শ্রীনগর উপজেলার আলমপুর হাইস্কুলের সামনে থেকে শ্রীনগর থানা পুলিশ।
আটক মাসুম হোসেন শরীয়তপুর জেলার দাদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (২৭ শে জানুয়ারি)
বিকাল অনুমান ৩ টার সময় দোলন মল্লিক (৩৮) নবাবগঞ্জের টিকরপুর হরিকালী মন্দিরে কীর্ত্তন শুনে পুনরায় নিজ বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ অটোস্ট্যান্ডে মোঃ মাসুম হোসেন এর চালিত সিএনজিতে উঠে বসেন।
সিএনজিতে উঠার পরপরই আসামী ০৬ টি বৈদ্রিশিক মুদ্রা দোলন মল্লিক এর হাতে দেওয়ার সাথে সাথেই সম্মোহিত হয়ে আসামীর কথামতো গলায় পরিহিত তুলসির মালার সাথে থাকা ০১ আনা ওজনের ০১ টি স্বর্ণের লকেট এবং ০৭ আনা ওজনের ০১ জোড়া স্বর্ণের কানের দুল নিজ হাতে খুলে আসামীকে দিলে উক্ত স্বর্ণালংকার নিয়ে আসামী সিএনজি থেকে দোলন মল্লিককে পথের মধ্যে নামিয়ে দিয়ে চলে যায়।
পরে দোলন মল্লিক কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে তিনি স্থানীয় লোকজনসহ আত্মীয়-স্বজনদের জানালে বিকালে শ্রীনগর থানায় হাঁসাড়া ইউনিয়নের অন্তর্গত আলমপুর হাইস্কুলের সামনে থেকে স্থানীয় লোকজন আসামীকে পেয়ে শ্রীনগর থানা পুলিশ সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
আটকের সময় তার নিকট ০১টি স্বর্ণের লকেট ও ০৬টি বৈদ্রিশিক মুদ্রা (ওমানের ONE HUNDRED BAISA) এবং ০১টি সিএনজি চালিত অটোগাড়ী উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.