শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ বোতল দেশীয় মদ এবং প্রায় দুই হাজার নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়।
এ সময় আটককৃতরা হলেন— রাজিব বাসফর (পিতা: সঞ্জয় বাসফর) ও হৃদয় বাসফর (পিতা: মৃত লালজি বাসফর)। তারা উভয়েই শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও মদ তৈরির সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.