নোয়াখালী প্রতিনিধি
গণভোটের প্রচার এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নোয়াখালীতে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(২৮ জানুয়ারি)সকালে জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ধর্মীয় নেতৃবৃন্দকে গণভোটের গুরুত্ব ও ভোটারদের উদ্বুদ্ধকরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ইসলামী ফাউন্ডেশন নোয়াখালীর উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং জেলা সিনিয়র তথ্য অফিসার মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে প্রত্যেক নাগরিকের ভোট প্রদান অত্যন্ত জরুরি। তিনি বলেন, ইমাম ও খতিবরা সমাজে প্রভাবশালী অবস্থানে থাকায় জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে পারেন। এতে গণভোটে ভোটার উপস্থিতি বাড়বে এবং সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে গণভোট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ইমামদের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বক্তারা আরও বলেন, গণভোটের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা প্রত্যাশা করেন, ইমামরা নিজ নিজ এলাকায় ভোটারদের উৎসাহিত করে গণভোটকে সফল করতে সহযোগিতা করবেন।
সম্মেলনে জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.