Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় সাপ্তাহিক প্রত্যাশার আলো পরিবারের কম্বল বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার উদ্যোগে মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হোটেল শ্রমিক, হরিজনসহ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পত্রিকা অফিস সংলগ্ন সাব-রেজিস্ট্রার অফিস মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন— সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলোর বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলামসহ আরও অনেকে।

প্রতিবারের ন্যায় এ বছরও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক অসহায়, গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে প্রত্যাশার আলো পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।