কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার উদ্যোগে মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হোটেল শ্রমিক, হরিজনসহ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পত্রিকা অফিস সংলগ্ন সাব-রেজিস্ট্রার অফিস মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন— সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলোর বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন, সদস্য আব্দুল্লাহ আনন্দ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলামসহ আরও অনেকে।
প্রতিবারের ন্যায় এ বছরও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক অসহায়, গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে প্রত্যাশার আলো পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.