মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৬১তম শিক্ষক–ছাত্র-ছাত্রী অভিভাবক দিবসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রওশনা জাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওহাব মোল্যা। দুদিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.