দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ (খবির)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির গুরুত্ব অপরিসীম এবং ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সহিদুল ইসলাম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো: আনোয়ার হোসেন বাদল এবং সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: ফেরদৌস আলম।
দিনব্যাপী আয়োজনে দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.