রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন তার ফুটবল প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশায় তেরখাদা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।
সোমবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার, নলিয়ার চর, বলর্ধনা বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন।
এ সময় বিভিন্ন পথসভা ও গণসংযোগস্থলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
গণসংযোগকালে এস এম আজমল হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
পথসভাগুলোতে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী আজমল সেসব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগকালে তার সঙ্গে দলের সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান স্বতন্ত্র এই প্রার্থী।

