Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ফুটবল প্রতীকে আজমলের গণসংযোগ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন তার ফুটবল প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশায় তেরখাদা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।

সোমবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের সাচিয়াদহ বাজার, নলিয়ার চর, বলর্ধনা বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন।

এ সময় বিভিন্ন পথসভা ও গণসংযোগস্থলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

গণসংযোগকালে এস এম আজমল হোসেন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে খুলনা-৪ আসনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

পথসভাগুলোতে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী আজমল সেসব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগকালে তার সঙ্গে দলের সমর্থক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান স্বতন্ত্র এই প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।