Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে রিটার্নিং কর্মকর্তার ব্রিফ

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ উপলক্ষ্যে নির্বাচনী ব্রিফ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এ ব্রিফ করেন রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার এ.টি.এম. মোশাররফ হোসেন ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক, নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে একটা শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।

এসময় হাতিয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় থাকবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।