মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে বহিস্কার হওয়া দুই ছাত্রনেতার আবেদন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, দুই নেতা দলীয় সিদ্ধান্ত, নিয়ম-নীতি ও শৃঙ্খলা মেনে আগামীতে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবেন এবং দল ও দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন।
পদ ফিরে পাওয়ার পর মাকসিদুল আলম রোহান বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদল ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.