সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেছেন, কোনো সংখ্যালঘু বা ভিন্ন ধর্মালম্বীর ওপর যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে। তবে কোনো ধরনের সহিংসতার পথে না গিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা সবাই একত্রিত হয়ে কোনো ব্যক্তিস্বার্থ ছাড়া দলের জন্য কাজ করবেন। দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চায়।”
জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাবেক জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান রিক্ত ও সাধারণ সম্পাদক রানা প্রমুখ।
সভায় বক্তারা সবার আগে “বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

