মুন্সীগঞ্জ প্রতিনিধি
জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার বলেন নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত রয়েছে।
বুধবার (২৮ শে জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
এসময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সম্মানিত ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও বলেন নিরাপদ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচন সম্পন্ন হবে।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশনসহ জেলা পর্যায়ের সকল ইমাম, সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.