বাইজীদ সা’দ, ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে ৯২ টি মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
অনুদানের অর্থ তুলে দিচ্ছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের। ছবিঃ পারভেজ রুমি
আজ রবিবার বিকেলে টুঙ্গিপাড়াস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।