ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার(২৮ জানুয়ারি)দুপুরে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ইস্রাফিল মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা ও চান মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল মোল্যা ও ওয়াদুদ মোল্যা গ্রুপের সদস্যরা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পাশ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর–৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ওই সভায় শহিদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে উভয় পক্ষের নেতারা বক্তব্য দেন। এ সময় ইস্রাফিল মোল্যা দীর্ঘ বক্তব্য দিলে ওয়াদুদ মোল্যা গ্রুপের সমর্থক শহিদুল ইসলাম শান্ত নামের এক যুবক বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এরই জের ধরে বুধবার দুপুরে ইস্রাফিল মোল্যার ছোট ভাই জাকারিয়া মোল্যার ওপর প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জাকারিয়া মোল্যা (৩৭), জাহিদ মোল্যা (৩৮), লাভলী বেগম (৪৫)সহ আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া মোল্যা বলেন, “আমরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। গতকাল বিএনপিতে যোগ দেওয়ার সময় আমার ভাই বক্তব্য দিলে শান্ত নামের একজন কটাক্ষ করে। আজ আমাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”
এ বিষয়ে অপর পক্ষ ওয়াদুদ মোল্যা গ্রুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.