ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের ৩টি তাজা গ্রেনেড ও ৭১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর শহরের চরকমলাপুর সংলগ্ন এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদপুর কোতোয়ালি থানাধীন বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে ঝোপঝাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিদ্যুতের খুঁটির পাশে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ইং ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। প্রাথমিকভাবে র্যাবের ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ ওই সময়েই ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “লুট হওয়া এসব গোলাবারুদ উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.