ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
‘সব কথা সবার কথা’—এই অঙ্গীকারকে সামনে রেখে দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরের ঘোড়াঘাটে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে চ্যানেল এস-এর ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির উদ্যোগে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ঘোড়াঘাট পৌরসভার প্রকৌশলী আনোয়ার পারভেজ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোকলেছুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম শামু, সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মির হান্নান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, দৈনিক কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু, সাংবাদিক কায়সার হাবিব পাপ্পু, সাংবাদিক সোহেল তানভীর, ঘোড়াঘাট প্রেসক্লাবের উপদেষ্টা মাহফুজুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা এসতেয়ারা বেগম, চ্যানেল এস-এর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন সরকারসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেল এস বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.