তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা আয়োজন করা হয়। খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আকবর হোসেন-এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য আওরঙ্গজেব-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদের সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুব শক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব এবং জেলা সমন্বয়ক মামুন হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী এ দেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আপনাদের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসবাদ নির্মূল করা হবে। আমরা সকলে মিলে খুন, গুম ও অন্যায় সব ধরনের অপরাধ বন্ধ করব। জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে ভোট প্রার্থনা করছি।”

