Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী-২: প্রতিটি কেন্দ্রে বিরামহীন প্রচারণায় বিএনপির হারুন অর রশিদ

রাজবাড়ী প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশিদ হারুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন থেকেই তিনি রাজবাড়ী জেলার প্রতিটি অঞ্চলে নির্বাচনী প্রচারণায় মুখর হয়েছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসাধারণের মাঝে নির্বাচনী আহ্বান জানান।

পথসভায় তার সঙ্গে ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক নেতা ও পাংশা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মো. নাছির উদ্দিন, সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, মৌরাট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কাশেম মাহাজন প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় হারুন অর রশিদ বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাধারণ মানুষ ও দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নির্বাচনকে ব্যাহত করার জন্য কিছু অপশক্তি, অর্থাৎ ফ্যাসিস্টরা কুচক্রী পরিকল্পনা করছে। তাদের থেকে সকলকে সাবধান থাকতে হবে। সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমার কাছে তথ্য আছে, আসন্ন নির্বাচনের জন্য এই আসনে দলের মধ্যে কিছু মুনাফিকি কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। জনসাধারণের উদ্দেশ্যে জানাই—আপনি চাইলে আপনার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে দিনে ধানের শীষের পক্ষে কাজ করে রাতে অন্য প্রার্থীর পক্ষে গোপনে কাজ করলে বিএনপি তা সহ্য করবে না। জনতার আদালতে তাদের বিচার হবে।”

পথসভায় নেতাকর্মীরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে দেশ ও জাতির উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।