সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগের অষ্টম দিনে বাবুগঞ্জ উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তাঁর কন্যা হাবিবা কিবরিয়া।
গণসংযোগের অষ্টম দিনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাবিবা কিবরিয়ার নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বরিশাল–ঢাকা মহাসড়কের নতুনহাট স্টেশন, রাহুতকাঠি বন্দর, বাহেরচর বাজার, চর সাধুকাঠী বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকা এবং দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার পিতাকে অন্যায়ভাবে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটকে রাখা হয়েছে, যা সম্পূর্ণ অহেতুক হয়রানির শামিল। তাকে যেন মাঠে কাজ করতে না দেওয়া যায়, সে উদ্দেশ্যেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি আরও বলেন, প্রতিপক্ষরা মনে করছে, এভাবে মামলা দিয়ে হয়রানি করলে জনগণের ম্যান্ডেট কেড়ে নেওয়া যাবে। কিন্তু তারা ভুল করছে। জনগণের ভালোবাসা ও সমর্থন কখনো মামলার মাধ্যমে দমন করা যায় না।
হাবিবা কিবরিয়া বলেন, আমার পিতা কখনো সাধারণ মানুষকে হয়রানি করেননি। তিনি সবসময় জনগণের পাশে ছিলেন। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভোটের মাধ্যমেই জনগণ তাকে বিজয়ী করে কারাগার থেকে মুক্ত করে আবার জনগণের মাঝেই ফিরিয়ে আনবে।
এ সময় তিনি বাবুগঞ্জ–মুলাদীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মেজবাহ উদ্দিন সজল, ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা যুব সংঘটির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, রাব্বি মোল্লাসহ ইউনিয়ন ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.