Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শোকজ থেকে অব্যাহতি পেলেন বিএনপির সাবিরা সুলতানা মুন্নী

যশোর প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী সশরীরে আদালতে হাজির হয়ে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন।

অভিযোগ দুটির জবাবের শুনানি শেষে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন সাবিরা সুলতানা মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবিরা সুলতানা মুন্নী বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা অসত্য প্রমাণিত হয়েছে। সেসব অভিযোগ থেকে আমি অব্যাহতি পেয়েছি। আমি ন্যায়বিচার পেয়েছি।”

এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অহেতুক বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে, যার কোনো ভিত্তি নেই। বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত তা আমলে নিয়ে আমাদের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদের দায়ের করা পৃথক দুটি অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি শোকজ নোটিশ প্রদান করেন। অভিযোগে মুন্নীর বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ওপর মারধর এবং রঙিন ব্যানার ও ফেস্টুন সাঁটানোর অভিযোগ আনা হয়।

এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে আদালতে হাজির হয়ে সাবিরা সুলতানা মুন্নী জবাব দেন। জবাব সন্তোষজনক হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।