আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে মোট ৭৫ জন চাষি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাট অধিদপ্তরের উপসচিব ও উপপরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রাফিজুল হাসান এবং অন্যান্য কর্মকর্তা।
প্রশিক্ষণে পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ সংরক্ষণ, রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মো. রাফিজুল হাসান বলেন, “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের মাধ্যমে চাষিরা কম খরচে বেশি ফলন পেতে পারেন। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট হতে পারে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি।”
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চাষিদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে পাট খাতের গুরুত্ব আরও বাড়ানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.