স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারী উপজেলা বিএনপি সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে তার সমর্থক নেতাকর্মী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার সরকারি এস.এম. মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে সড়কে এবং পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের সময় সরকারি এস.এম. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অংশ নেওয়া লোকজনের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। হামলায় ৫ জন আহত হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টুলু বিশ্বাস চিতলমারী উপজেলা বিএনপি ও যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র কয়েকবার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ছিলেন। তিনি তখন উপজেলা বিএনপি’র সভাপতি ছিলেন। গত (২৬ জানুয়ারি) দলের সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে কেন্দ্রীয় বিএনপি দল থেকে বহিস্কার করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে ষড়যন্ত্রমূলকভাবে বহিস্কার করা হয়েছে। তারা তা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “আমাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিস্কার করা হয়েছে। আমি দলের দুর্দিনের সময়, হামলা ও মামলা উপেক্ষা করে দলকে শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করছি। আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিস্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতেও দলের যেকোনো সিদ্ধান্ত মেনে চলব। আশা রাখি, দল আমার উপর অন্যায় করবেনা।”
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি’র প্রথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়।

