একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের তাজনগর এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জিয়াউর রহমান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় শিশুটি যৌন হয়রানির শিকার হয়।
খবর পাওয়ার পরপরই সদর মডেল থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়াউরকে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত জায়ফর আলী ওরফে জাফরের ছেলে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) জানান, ঘটনার সত্যতা পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই শিশুটির চাচা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

