আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বহিরাগতদের দ্বারা ‘মব’ সৃষ্টি করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ভণ্ডুল করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং একই দিন বিকেলে আদালতে পাঠানো হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ৫০–৬০ জন বহিরাগত ব্যক্তি বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের অভিযোগ ছিল, অনুষ্ঠানে তাদের যথাযথভাবে নিমন্ত্রণ জানানো হয়নি। এই অজুহাতে তারা বিদ্যালয়ে ‘মব’ পরিস্থিতির সৃষ্টি করে এবং অনুষ্ঠানের প্যান্ডেলসহ বিভিন্ন সাজসজ্জা ভাঙচুর করে।
উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান এবং বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাসদস্যরা। যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবলু মোল্যা (৪৭) ও উজ্জ্বল মিয়া (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর এজাহারনামীয় আসামি হলেন হারুন মোল্যা (৫৫)।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও অনুষ্ঠানের সাজসজ্জা ভাঙচুরের ঘটনায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.