সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
নবম পে-স্কেল দ্রুত ঘোষণার দাবিতে বাগেরহাটে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম পে-স্কেল ঘোষণা না করা হলে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ম হয়ে আরও কঠোর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে নেমে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাপন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় নবম পে-স্কেল ঘোষণা সময়ের দাবি। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রেসক্লাব এলাকা থেকে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.