মো.জিহাদুল ইসলাম,কালিয়া(নড়াইল) প্রতিনিধি
নড়াইল-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী বি এম নাগিব হোসেনের বাড়িতে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে দুর্বৃত্তদের হুমকির ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ যোগানীয়া এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে বি এম নাগিব হোসেন বলেন, ২৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলার কথা বলে বাড়ির গেটের বাইরে আসতে বলেন। কিন্তু ঘটনাস্থলে নড়াগাতী থানা পুলিশের কোনো সদস্য উপস্থিত না থাকায় তিনি নিরাপত্তার স্বার্থে বাইরে আসতে অস্বীকৃতি জানান। এ সময় ওই দুর্বৃত্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে তিনি ফোনে আশপাশের স্বজনদের খবর দেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করে। এ অবস্থায় দুর্বৃত্তরা সাদা রঙের একটি হাইয়েস গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
নাগিব হোসেন অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরেই নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। এই ঘটনাটি তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যত বাধাই আসুক না কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। নড়াইল-১ আসনের জনগণের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.