মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া গতিতে চালিত একটি মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর শেখ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাদ্রাসা ঘাট সংলগ্ন রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর শেখ মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের শেখ আশ্বাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর শেখ মোটরসাইকেল নিয়ে মহাসড়ক থেকে নিজ বাড়ির সড়কে প্রবেশের জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল চালক এমডি আকবর মোড়ল (৩৫)–কে মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক চালকের বাড়ি ফকিরহাট উপজেলার দেপাড়া এলাকায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

