নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রস্তুতি হিসেবে কচুয়ায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৩০ জানুয়ারি)কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এই কর্মশালার পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার গোলাম মোঃ বাতেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহাম্মদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার কচুয়া নাজমা খানম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার কচুয়া শেখ নাঈমুর রশিদ লিখনসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নির্বাচন অফিসাররা। এছাড়া বাগেরহাট সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী ও মোংলা উপজেলার নির্বাচন অফিসাররাও প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণের মূল বিষয় ছিল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। প্রধান অতিথি জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সকল অফিসারদের সতর্কতা ও দায়িত্বশীলতা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় নির্বাচনী কার্যক্রম, ভোটগ্রহণ সংক্রান্ত নিয়মকানুন এবং ভোটার সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.