পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার্থে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় সীমার মধ্যে ইলিশ আহরণের দায়ে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত জেলে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত ফজলু শেখের ছেলে রুবেল শেখ (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।
অভিযানের পর মুঠোফোনে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি বলেন, আমাদের প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকাসহ একজনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।