ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধানের শিষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম লাবু। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি ভাণ্ডারিয়ার কাপালির হাটসহ বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের ধানের শিষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ডা. রফিকুল ইসলাম লাবু বলেন, "দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শিষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আরও বলেন, "বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেবে। নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ধানের শিষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
গণসংযোগে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক দলের সভাপতি মোঃ ইমান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর সিকদার, পৌর বিএনপির সদস্য মোঃ নান্টু কাজী, শিমু খান, যুবদলের নেতা নয়ন জোমাদ্দারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.