কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৪ আসনের ১০ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া উপজেলার কুয়াকাটার হোটেল ডি মোরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের জামায়াত সমর্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. জহির উদ্দিন আহমেদ এবং ইউরোপিয়ান ইউনিয়নের দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দল Vikinta Rosinaiti ও Peter Vachevanov।
আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা, ভোটারদের নিরাপত্তা, রাজনৈতিক সমানাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
ড. জহির উদ্দিন আহমেদ জানান, ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দলকে পটুয়াখালী-৪ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া পর্যবেক্ষক দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়ক ভূমিকার আশাবাদ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.