ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে এক সহোদরকে হত্যা করেছে অপর সহোদর। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মীর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান (৩৫) পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তার সঙ্গে একই পেশার অপর সহোদর আজিজুল হক বাসু পরিকল্পিতভাবে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আবদুর রহমান ও আজিজুল হক বাসুর মধ্যে কয়েক দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ কলহের জের ধরে আজিজুল হক দুপুরে নিজ বাড়িতে আবদুর রহমানকে হত্যা করেন।
ঘটনার পর পুলিশ বিকাল তিনটায় আজিজুল হককে গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.