মুন্সীগঞ্জ প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার শ্রীনগর উপজেলার দামলায় তার নিজ বাড়িতে জুমার নামাজের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, “আমি গত ১০ দিন ওমরাহ পালন নিয়ে ব্যস্ত ছিলাম। আজ থেকে প্রতিদিন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করব। আমাদের অঙ্গীকার, ভাবনা ও লক্ষ্য একটাই— তারেক রহমানকে বিজয়ী করা।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

