নরসিংদী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল শুরু করেছে।
বিজিবি সূত্র জানায়, নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর ও মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারি)দুপুরে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়।
নরসিংদী বিজিবি ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দায়িত্ব পালনের সময় তারা সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.