Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে স্লুইসগেট নির্মাণসহ নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে — আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি 
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নদীকূলবর্তী এলাকাগুলোকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণসহ স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার(৩০ জানুয়ারি )বিকেলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নদীভাঙন রোধের স্থায়ী সমাধান হিসেবে সিমেন্ট কংক্রিট (সিসি) ব্লক, জিও ব্যাগ ও বালুর বস্তা ব্যবহার করে নদীতীর সুরক্ষিত করা হবে। একই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় স্লুইসগেট নির্মাণ করা হবে, যা বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “এ পরিকল্পনার মূল লক্ষ্য হবে ভাঙনপ্রবণ এলাকার বসতি ও ফসলি জমি রক্ষা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। নদী ও খাল-বিলের পানি সুপরিকল্পিতভাবে নিষ্কাশনের মাধ্যমে নদীভাঙনের তীব্রতাও কমানো সম্ভব হবে।”

বিএনপির এই শীর্ষ নেতা জানান, এলাকা ভিত্তিক বেড়িবাঁধ ও গাইড বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকাকে সুরক্ষিত করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে নদী শাসন ও টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং কৃষিজমি ও জনবসতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, কেন্দ্রীয় সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন এবং সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।