ফেনী প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নদীকূলবর্তী এলাকাগুলোকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণসহ স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার(৩০ জানুয়ারি )বিকেলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, নদীভাঙন রোধের স্থায়ী সমাধান হিসেবে সিমেন্ট কংক্রিট (সিসি) ব্লক, জিও ব্যাগ ও বালুর বস্তা ব্যবহার করে নদীতীর সুরক্ষিত করা হবে। একই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় স্লুইসগেট নির্মাণ করা হবে, যা বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “এ পরিকল্পনার মূল লক্ষ্য হবে ভাঙনপ্রবণ এলাকার বসতি ও ফসলি জমি রক্ষা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। নদী ও খাল-বিলের পানি সুপরিকল্পিতভাবে নিষ্কাশনের মাধ্যমে নদীভাঙনের তীব্রতাও কমানো সম্ভব হবে।”
বিএনপির এই শীর্ষ নেতা জানান, এলাকা ভিত্তিক বেড়িবাঁধ ও গাইড বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকাকে সুরক্ষিত করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে নদী শাসন ও টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং কৃষিজমি ও জনবসতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, কেন্দ্রীয় সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন এবং সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাট।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.