মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানের অংশ হিসেবে সাড়ে ১০ হাজার মিটার ইলিশ ধরা কারেন্ট ও ম্যাজিক জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে ওই ইলিশ ধরা জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা রম্মান সাব্বির, ক্ষেত্র সহকারী বরুন কুমার মন্ডলসহ থানা পুলিশের সদস্যরা।
এসময় জব্দকৃত সাড়ে ১০ হাজার মিটার কারেন্ট ও ম্যাজিকজাল মোল্লাহাট ফেরিঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা।