বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিশাল ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং এতে জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষের। এখানে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো সকলকে নিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা।" তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন উদাহরণ সৃষ্টির আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৬, বাকেরগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, "বাকেরগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা।
সমাবেশে সভাপতিত্ব করেন নিমাই কীর্তনীয়া, আহ্বায়ক, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সভাপতি মন্টু চন্দ্র বৈদ্য, যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায় কলিন্স, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি সুনিল কুমার দাস ঝন্টু ও পঙ্কজ কুমার দাস।
সমাবেশে বক্তারা একসঙ্গে শপথ নেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের জয় নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.