আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ৩১ জানুয়ারি উপজেলার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াতের মনোনীত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন।
মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক রাজু আহমেদসহ আরো অনেকে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ দেবহাটায় বিগত সময়ে বিভিন্ন ঘটনা উল্লেখ করে আগামীর দেবহাটার উন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন।
তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হারাম একটি টাকাও তিনি গ্রহণ করবেননা। উনার কাছে যেতে হলে কোন মাধ্যম লাগবেনা। সাতক্ষীরা-২ আসনকে এগিয়ে নিতে যেসব সমস্যা রয়েছে তা ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে বলে তিনি আশা করেন।

