ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ জানুয়ারি)উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাট এলাকায় আয়োজিত এ চিকিৎসা শিবিরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ ছাড়াও শিবিরে শতাধিক দুস্থ ও অসহায় রোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি করে।
ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. নিজাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন এবং জাতীয় রোগী কল্যাণ সমিতির সদস্য মাকসুদুর রহমান মিয়াজী।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

