জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান জামালপুরে আসছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমীর ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জামালপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, প্রায় ২৪ বছর পর জামালপুরে জামায়াতে ইসলামীর বড় পরিসরের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াত আমীরের আগমনকে ঘিরে দলের নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত ও উজ্জীবিত। তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও জনসভায় উপস্থিত থাকবেন। জনসভায় প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে শনিবার সকাল থেকেই জেলা জামায়াতের উদ্যোগে জনসভাস্থলে সার্বিক প্রস্তুতি শুরু করা হয়েছে। মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় সাজসজ্জা ও ব্যবস্থাপনার কাজ পুরোদমে চলছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পক্ষ থেকে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.